শনিবার, ২১ মার্চ, ২০১৫

বাংলা সংখ্যা গণনা


বাংলা সংখ্যা গণনা



বাংলা সংখ্যা গণনা




অহনলিপি-বাংলা১৪ ফন্ট ডাউনলোড লিংক:





সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং

এবং



অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)

on internet(Mozilla Firefox)
(top left) Tools  
              Options--contents
              Fonts and Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                                    -- OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            -- OK
 -- OK

          এবারে ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে৤ নেটে এই ফন্টে সব কিছু লেখাও যাবে৤












বাংলা সংখ্যা গণনা


মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা 



        বাংলা সংখ্যা গণনার যে রীতি তা ইংরেজি সংখ্যা গণনার চেয়ে অনেক জটিল৤ ইংরেজিতে সংখ্যা গণনা অনেক সহজ৤ যদি বলা হয় সেভেটি ওয়ান, এইট্টি টু,      ফিফটি টু, ফরটি সেভেন, নাইনটি থ্রি ইত্যাদি, তাহলে তা অনেক সহজে বোঝা যায়৤ কিন্তু সেই সংখ্যাগুলোই যখন বাংলায় বলা হয় তখন বলতে হয়-- একাত্তর, বিরাশি, বাহান্ন(বায়ান্ন), সাতচল্লিশ, তিরানব্বই৤ যদি বাংলা সংখ্যাগুলি এভাবে না বলে বলা হয়-- সত্তর এক, আশি দুই, পঞ্চাশ দুই, চল্লিশ সাত, নব্বুই তিন তবে বোঝার পক্ষে তা খুব সুবিধাজনক হবে৤ তবে কথাগুলি একটু দীর্ঘায়িত হলেও, বোধ্যতা দিক থেকে কিন্তু ইংরেজি সংখ্যা গণনার সমকক্ষ হয়ে উঠবে৤



        বাংলা সংখ্যা গণনার অভ্যাস পালটে নতুন পথে তা করলে সহজে বাংলা সংখ্যা বলা, বোঝা, এবং বোঝানো যাবে৤ শিশুরাও এভাবে সহজে বাংলা সংখ্যা বলতে, বুঝতে, মনে রাখতে পারবে৤ প্রতিটি সংখ্যার আলাদা আলাদা নাম মনে রাখার দরকার হবে না৤ শুধু এক থেকে দশ অবধি সংখ্যা মনে রাখলেই সকল সংখ্যা বলা, বোঝা, লেখা যাবে৤ বাংলা সংখ্যা মনে রাখা শিশুদের পক্ষেও কষ্টকর হবে না৤ বাংলা সংখ্যা গণনার চেয়ে ইংরেজি সংখ্যা গণনা কিন্তু শিশুরা বেশি সহজ মনে করে, পছন্দ করে৤ কারণ ইংরেজি সংখ্যা সত্যিই সহজ, বাংলার সংখ্যার মতো সংখ্যাগুলি নাম নির্ভর নয়৤ বাংলা সংখ্যার প্রতিটির নিজস্ব এক-একটি নাম আছে, এটা ঠিক পথ নয়৤ শিক্ষার বিকাশে নতুন পথে বাংলা সংখ্যা গণনা অনেক সুবিধাজনক হবে৤ এমনকী তা ইংরেজি সংখ্যা গণনাকেও ছাপিয়ে যাবে৤ এটি হবে অত্যন্ত সরলপ্রকৃতির এক লজিক্যাল চার্ট বা তালিকা, যেখানে কোনও সংখ্যারই পৃথক নিজস্ব নাম নেই৤



নতুন উপায়ে বাংলা সংখ্যা গণনা 
==================



এক
দশ এক
কুড়ি এক
ত্রিশ এক
চল্লিশ এক
পঞ্চাশ এক
ষাট এক
সত্তর এক
আশি এক
নব্বই এক
দুই
দশ দুই
কুড়ি দুই
ত্রিশ দুই
চল্লিশ দুই
পঞ্চাশ দুই
ষাট দুই
সত্তর দুই
আশি দুই
নব্বই দুই
তিন
দশ তিন
কুড়ি তিন
ত্রিশ তিন
চল্লিশ তিন
পঞ্চাশ তিন
ষাট তিন
সত্তর তিন
আশি তিন
নব্বই তিন
চার
দশ চার
কুড়ি চার
ত্রিশ চার
চল্লিশ চার
পঞ্চাশ চার
ষাট চার
সত্তর চার
আশি চার
নব্বই চার
পাঁচ
দশ পাঁচ
কুড়ি পাঁচ
ত্রিশ পাঁচ
চল্লিশ পাঁচ
পঞ্চাশ পাঁচ
ষাট পাঁচ
সত্তর পাঁচ
আশি পাঁচ
নব্বই পাঁচ
ছয়
দশ ছয়
কুড়ি ছয়
ত্রিশ ছয়
চল্লিশ ছয়
পঞ্চাশ ছয়
ষাট ছয়
সত্তর ছয়
আশি ছয়
নব্বই ছয়
সাত
দশ সাত
কুড়ি সাত
ত্রিশ সাত
চল্লিশ সাত
পঞ্চাশ সাত
ষাট সাত
সত্তর সাত
আশি সাত
নব্বই সাত
আট
দশ আট
কুড়ি আট
ত্রিশ আট
চল্লিশ আট
পঞ্চাশ আট
ষাট আট
সত্তর আট
আশি আট
নব্বই আট
নয়
দশ নয়
কুড়ি নয়
ত্রিশ নয়
চল্লিশ নয়
পঞ্চাশ নয়
ষাট নয়
সত্তর নয়
আশি নয়
নব্বই নয়
দশ
কুড়ি
ত্রিশ
চল্লিশ
পঞ্চাশ
ষাট
সত্তর
আশি
নব্বই 
এক শ’


 
        এক থেকে দশ অবধি সংখ্যা যেমন সহজে শিশুরাও লিখতে পারে, যুক্তবর্ণের জটিলতা নেই, তেমনি একশত অবধি বাংলা সংখ্যা মুখে গণনাও সহজ হোক৤






এক ১
দশ এক ১১
কুড়ি এক ২১
ত্রিশ এক ৩১
চল্লিশ এক ৪১
পঞ্চাশ এক ৫১
দুই ২
দশ দুই ১২
কুড়ি দুই ২২
ত্রিশ দুই ৩২
চল্লিশ দুই ৪২
পঞ্চাশ দুই ৫২
তিন ৩
দশ তিন ১৩
কুড়ি তিন ২৩
ত্রিশ তিন ৩৩
চল্লিশ তিন ৪৩
পঞ্চাশ তিন ৫৩
চার ৪
দশ চার ১৪
কুড়ি চার ২৪
ত্রিশ চার ৩৪
চল্লিশ চার ৪৪
পঞ্চাশ চার ৫৪
পাঁচ ৫
দশ পাঁচ ১৫
কুড়ি পাঁচ ২৫
ত্রিশ পাঁচ ৩৫
চল্লিশ পাঁচ ৪৫
পঞ্চাশ পাঁচ ৫৫
ছয় ৬
দশ ছয় ১৬
কুড়ি ছয় ২৬
ত্রিশ ছয় ৩৬
চল্লিশ ছয় ৪৬
পঞ্চাশ ছয় ৫৬
সাত ৭
দশ সাত ১৭
কুড়ি সাত ২৭
ত্রিশ সাত ৩৭
চল্লিশ সাত ৪৭
পঞ্চাশ সাত ৫৭
আট ৮
দশ আট ১৮
কুড়ি আট ২৮
ত্রিশ আট ৩৮
চল্লিশ আট ৪৮
পঞ্চাশ আট ৫৮
নয় ৯
দশ নয় ১৯
কুড়ি নয় ২৯
ত্রিশ নয় ৩৯
চল্লিশ নয় ৪৯
পঞ্চাশ নয় ৫৯
দশ ১০
কুড়ি ২০
ত্রিশ ৩০
চল্লিশ ৪০
পঞ্চাশ ৫০
ষাট ৬০



ষাট এক ৬১
সত্তর এক ৭১
আশি এক ৮১
নব্বই এক ৯১
ষাট দুই ৬২
সত্তর দুই ৭২
আশি দুই ৮২
নব্বই দুই ৯২
ষাট তিন ৬৩
সত্তর তিন ৭৩
আশি তিন ৮৩
নব্বই তিন ৯৩
ষাট চার ৬৪
সত্তর চার ৭৪
আশি চার ৮৪
নব্বই চার ৯৪
ষাট পাঁচ ৬৫
সত্তর পাঁচ ৭৫
আশি পাঁচ ৮৫
নব্বই পাঁচ ৯৫
ষাট ছয় ৬৬
সত্তর ছয় ৭৬
আশি ছয় ৮৬
নব্বই ছয় ৯৬
ষাট সাত ৬৭
সত্তর সাত ৭৭
আশি সাত ৮৭
নব্বই সাত ৯৭
ষাট আট ৬৮
সত্তর আট ৭৮
আশি আট ৮৮
নব্বই আট ৯৮
ষাট নয় ৬৯
সত্তর নয় ৭৯
আশি নয় ৮৯
নব্বই নয় ৯৯
সত্তর ৭০
আশি ৮০
নব্বই ৯০
এক শ’ ১০০
 

        বাংলা সংখ্যা গণনাকে সহজ করতে হবে৤ কেবল তা একটু উদ্যোগের অপেক্ষায়৤ সে উদ্যোগ আমাদের সবাইকে নিতে হবে৤ এতে বাংলা ভাষা, বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতির উন্নয়ন ঘটবে৤ অন্যভাষীরা যাঁরা বাংলা শিখছেন তাঁদেরও এতে সুবিধে হবে৤ বস্তুত তা বাংলার অর্থনৈতিক বিকাশের সহায়ক হবে৤




                আমরা সংখ্যা বলার সময়ে বলি, একদশ পাঁচ পনর/পনের/পনেরো, তিনদশ সাত সাঁইত্রিশ/সাতত্রিশ, ছয় দশ ছয় ছেষট্টি৤ আবার এগুলোই বলার রীতি আছে এরকম-- একের পিঠে পাঁচ পনেরো, তিনের পিঠে সাত সাঁইত্রিশ, ছয়ের পিঠে ছয় ছেষট্টি৤ আবার আমরা অন্য সংখ্যা যেমন বলি, একশ দুই, একশ ছয়, একশ নয়৤ এক হাজার এক, এাহাজার চার, এক হাজার নয়৤ তাহলে-- কুড়ি চার, তিরিশ ছয়, ষাট আট বলতে বাধা থাকা উচিত নয়৤

        বাংলা সংখ্যা নিয়ে একটা কৌতুক আছে৤ গল্পটা লিখেছেন, রম্য গল্পকার শিবরাম চক্রবর্তী৤ সেটি এমনি-- চাকরকে ডেকে বাবু সকালে বাজারে পাঠালেন পঁচানব্বইটা ডিম আনতে৤ চাকর বাজারে গেল কিন্তু আর ফেরে না, শেষে সন্ধেবেলা ফিরল৤ বাবু হেঁকে বললেন, এইক’টা ডিম আনতে তোর সারাটা দিন লেগে গেল? চাকর বলল, বাবু পচা পচা নব্বইটা ডিম খুঁজতেই তো দিন শেষ হয়ে গেল৤

        আশা করা যায় ডিম আর পচবে না৤ ‘নব্বই পাঁচটা’ ডিম খুঁজে আনতে সমস্যা হবে না৤











দেখুন লিংক:


বাংলা সংখ্যার গণনা-পদ্ধতি : http://bangla-biswa.blogspot.in/2008/11/blog-post_7521.html
 বাংলাবিশ্ব ব্লগ



 

৩টি মন্তব্য:

  1. আপনার কথায় তাহলে ইংরেজিতে ১১, ১২, ১৩, কে one ten one, ten two ten three বলতে হবে?

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ, মঃ রাইহান আলি৤ ব্যাপারটা প্রায় তাই৤ ইংরেজি ২১, ২২, ২৩ কিংবা তার পরবর্তী ৩১,৩২,৩৩ ইত্যাদি তো সেভাবেই বলা হয়৤ তবে সেটা মুখ্য ব্যাপার নয়, বাংলা গণনা সহজ এবং সুবোধ্য হল কিনা সেটাই লক্ষ্য৤ ঊনসত্তর বললে ভাবতে হয় কোন সংখ্যা পরে কী? কিন্তু ষাট নয় বললে এই ধাঁধা থাকে না৤

    মনোজকুমার দ. গিরিশ
    মণীশ পার্ক, কোলকাতা
    ২২/০৬/২০১৭

    উত্তরমুছুন