মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০১৪

বাংলা লেখা ছাপিয়ে গেল ইংরেজিকে


বাংলা লেখা ছাপিয়ে গেল ইংরেজিকে 
ভূমিকা → → →

স্পষ্টভাবে বোঝার সুবিধার জন্য প্রায় সবটাই  .png ফাইল করেও দেখানো হয়েছে৤

বাংলা লেখা ছাপিয়ে গেল ইংরেজিকে

মনোজকুমার দ. গিরিশ৤
মণীশ পার্ক, কোলকাতা, ভারত


  অহনলিপি-বাংলা১৪ ফন্ট হল-- 
(১)সেকেন্ড জেনারেশন ফন্ট
(২)স্মার্ট ফন্ট
(৩)বর্ণসমবায় ফন্ট
(৪)আলটিমেন্ট ফন্ট
এবং
(৫)বাংলা ফন্ট টেকনোলজির ফলিত প্রয়োগ৤






লেখাটি অহনলিপি-বাংলা১৪(AhanLipi-Bangla14) ফন্টে পড়তে হবে,  
নচেৎ লেখাটি দুষ্পাঠ্য হবে৤  
 বিনামূল্যে ডাউনলোড করুন  

ফন্ট প্যাকেজ ফ্রি ডাউনলোড লিংক: 

https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip

অথবা

https://sites.google.com/site/ahanlipi/ 




অহনলিপি-বাংলা১৪  ফন্ট AhanLipi-Bangla14 font  
ডাউনলোড করে নিজেকে আধুনিক করে তুলুন৤  



এই নিবন্ধটি যে উদ্দেশ্যে লেখা তা স্পষ্ট হবে এটি অহনলিপি-বাংলা১৪ ফন্টে পড়লে৤ 
অন্য ফন্টে পড়লে উল্টে ভুল ধারণা হবে৤ (This article should be read in
 "AhanLipi-Bangla14"  font, otherwise wrong information will be conveyed.)


প্রথমে AhanLipi-Bangla14.ttf-এর উপরে ক্লিক করতে হবে৤ এবারে Install ক্লিক করতে হবে৤ এর ফলে কম্পিউটারে ফন্ট ইনস্টল হয়ে যাবে৤
এরপরে setup.exe ক্লিক করলে এক মিনিটের মধ্যে কিবোর্ড ইনস্টল হয়ে যাবে৤
নিচে ডান দিকে নতুন EN/ENG(English)
বাং/  BN(Bengali) টগল সুইচের 
বাং/BN ক্লিক করলে বাংলা লেখা হবে৤
এবার টেক্সট লেখার ফাইলে উপরের বাম দিকে ফন্টবক্স-এ AhanLipi-Bangla14 ক্লিক করে সিলেক্ট করে নিয়ে যা লেখা হবে তা বাংলায় লেখা হবে৤
কিবোর্ড (প্রমিত=স্ট্যান্ডার্ড, বিতত=এক্সটেন্ডেড;একই কিবোর্ড, সুবিধার জন্য দুটি অংশে দেখানো), এবং ‘বিবরণ(AhanLipi-Bangla14 BIBARAN.doc) ফাইলে সব কিছু বিস্তারিতভাবে লেখা আছে৤ প্রথমে Read me First.txt পড়ে কাজ শুরু করাই ভালো৤ 

সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
এবং

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং টেক্সট/ ইন্টারনেট)

on internet(Mozilla Firefox)
(top left) Tools  
              Options--contents
              Fonts and Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                                    -- OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            -- OK
 -- OK

          এবারে ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে৤ নেটে এই ফন্টে সব কিছু লেখাও যাবে৤

সূচনা → → →



























বাংলা লেখা ছাপিয়ে গেল ইংরেজিকে

 মনোজকুমার দ. গিরিশ
মণীশ পার্ক, কোলকাতা, ভারত  
 
বাংলা লেখার পদ্ধতি এবং বাংলা টানা লেখা ইংরেজির সঙ্গে তুলনায় অনেক পিছিয়ে-- সে কথা আমরা সবাই জানি৤ কিন্তু সেই অনেক পিছিয়ে থাকা ব্যবস্থাকে যদি সহজ সরল করে ইংরেজির সমকক্ষ করে তুলতে পারি, তবে তা বাংলা লিখন পদ্ধতিকে এক নতুন জীবন দেবে৤ বাংলা হয়ে উঠবে আরও গৌরবময়৤ বাংলাভাষা ভাবপ্রকাশে এক অতি দক্ষ ভাষা, এবং তা ভারতের শ্রেষ্ঠ ভাষা৤ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাক’টির একটি হল বাংলা৤ আর এরকম কথা উঠেছে যে, বাংলাই পৃথিবীর মধুরতম ভাষা৤ (...is to be believed, Bengali has been voted the sweetest language in the world. Times of India, Apr 22, 2010)৤ 


প্রয়াত খ্যাত জাপানি “বাংলাভাষী” কাজুও আজুমা বিশ্ববঙ্গ সম্মেলন উপলক্ষে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাকক্ষে, ৩০-১২-১৯৯৯ তারিখে বলেছেন, "আমি পৃথিবীর কয়েকটি ভাষা শিখেছি৤ বাংলাভাষা সবচেয়ে সুন্দর ও মধুর মনে করি৤"
 
সাহিত্য সম্পদে বাংলা উন্নত বলে ভারতের স্বাধীনতা লাভের ৩৫ বছর আগেই ১৯১৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলায় আসে নোবেল পুরস্কার, যা ভারত উপমাহাদেশে তো বটেই ইউরোপের বাইরেও প্রথম৤ 

       এবারে যদি বাংলার লিখন পদ্ধতির সম্যক উন্নতি সাধন করা যায় তবে বাংলা আরও এক ধাপ এগিয়ে যাবে৤ এই উদ্দেশ্যে বাংলা লেখার জন্য তৈরি হয়েছে দ্বিতীয় প্রজন্মের বাংলা ইউনিকোড ফন্ট৤ এই ফন্ট (হরফসমূহ) দিয়ে লিখলে, বাংলা লেখা যাবে সহজে, বোঝা যাবে সহজে, পড়া যাবে সহজে৤ অল্প বাংলা জানা দেশি এবং বিদেশি মানুষ, এবং ইংরেজি মাধ্যমে পড়া, কম বাংলা-জানা বাঙালি পড়ুয়ারাও সহজে বাংলা পড়তে পারবে, লিখতে পারবে৤ চালু পদ্ধতির মণ্ড প্রকৃতির যুক্তবর্ণ এতে খুব সরল 

 তবে বাংলাতে সেটাই অনেক বেশি ভালোভাবে লেখা যাবে-- স্টপ, স্কুল, ক্লাব৤

   এতে ভালোটা কী হল? স্টপ লিখতে ‘স্ট’-এর ছোটো -এর উচ্চারণ হচ্ছে লঘু বা অল্প মাত্রায়৤ লেখার হরফে সেটা প্রতিফলিত (উচ্চারণ লঘু বা অল্পমাত্রার তাই হরফও ছোটো)৤ আবার স্কুল-এর ‘স্ক’-এ -এর উচ্চারণ এবারও হচ্ছে লঘু বা অল্প মাত্রায়, লেখার হরফে এবারও সেটা প্রতিফলিত, ক্লাব লেখায় তেমনি ‘ক্ল’-তে -এর উচ্চারণ হচ্ছে লঘু বা অল্প মাত্রায়, লেখার হরফে সেটাও প্রতিফলিত৤ ইংরেজিতে কিন্তু সেটা হয় না৤ ইংরেজিতে সকল হরফ সকল সময়েই পূর্ণ অবয়বে লেখা হয়৤ তাই ইংরেজিতে যুক্তবর্ণ তথা যুক্তধ্বনির উচ্চারণের সঙ্গে-- লিখনের সাযুজ্য থাকে না৤ ইংরেজিতে কোনও বর্ণের উচ্চারণ লঘু হলেও হরফ কিন্তু সেই পূর্ণ অবয়বেরই থাকে৤ বাংলায় সেটা না হয়ে, লঘু উচ্চারিত ধ্বনির বর্ণ/লিপি/হরফ-- লঘু তথা ছোটো হয়, তাই বাংলা যুক্তবর্ণের নতুন লিখন পদ্ধতি ইংরেজির চেয়ে-- যুক্তধ্বনি লেখার ক্ষেত্রে বেশি যুক্তিগ্রাহ্য হয়েছে৤
 
 বাংলা ব্যঞ্জনবর্ণ(Consonant) উচ্চারণ করা সহজ, কারণ প্রতিটি ব্যঞ্জনের সঙ্গে ‘অ’ ধ্বনি অদৃশ্যভাবে লিপ্ত থাকে (inherent), নয়তো ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করা কঠিন৤ 


  ব্যঞ্জন বলা হয় রান্না করা তরকারিকে৤ অর্থাৎ অনেক কিছু মিশিয়ে যা তৈরি৤ ভাষার ক্ষেত্রে “ব্যঞ্জন”বর্ণ কথাটি বোঝানো হয় সেই একই অর্থে অর্থাৎ-- মিশ্রিত৤ কীসের সঙ্গে কীসের মিশ্রণ?  ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিশ্রণ৤ উইকিপিডিয়ায় Consonant বলতে বলা হয়েছে, "pronounced with" because they can only be pronounced with a vowel. বাংলায় যেমন প্রতিটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘অ’ স্বরধ্বনি মিশ্রিত হয়৤ সেজন্যই তা সহজে উচ্চারণ করা যায়৤ 
      বাংলায় এই লিপ্তি (inherence/ involvement - অধিষ্ঠান) অপসারিত হয় যখন তা যুক্তবর্ণে একীভূত হয়, যেমন-- স্টপ, স্কুল, ক্লাব৤ অর্থাৎ বাংলা বর্ণমালা সেমি এ্যালফাবেটিক চরিত্রের  হয়েও তা নতুন উপায়ে যুক্তবর্ণ গঠনে-- লিপ্ত ‘অ’ বিয়োজন ব্যাপারটি স্পষ্ট করে তোলে৤ কিন্তু ইংরেজিতে তা ঘটে না৤ ইংরেজি হরফ সেখানেও যথাযথ পূর্ণ অবয়বেরই থাকে৤ কারণ ইংরেজি হল পূর্ণ এ্যালফাবেটিক চরিত্রের বর্ণমালা, তাই ইংরেজিতে বর্ণের সঙ্গে ‘অ’ ধ্বনি যোজনা তথা ‘অ’-লিপ্তি (inherence/involvement - অধিষ্ঠান) ব্যাপারটি নেই৤ মনে রাখতে হবে, ইংরেজির মতো পূর্ণ এ্যালফাবেটিক চরিত্রের বর্ণমালাই কিন্তু উন্নত বর্ণমালা৤

          বাংলা এ ক্ষেত্রে দুটি দিকই রক্ষা করছে-- ব্যঞ্জনবর্ণ উচ্চারণও সহজে হচ্ছে, আবার যুক্তবর্ণ গঠনে বর্ণগুলি সংশ্লিষ্ট ধ্বনির লঘুতা/হ্রস্বতা, এবং পূর্ণতা বর্ণের অবয়বে ধারণ করছে৤ 

        স্কুলের নিচু ক্লাসের শিক্ষার্থীরা ব্যাপারটির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, কারণ এখানে যুক্তবর্ণের গঠন সরল করা হয়েছে৤ জটিলতা বর্জিত বলে তা তাদের পক্ষে খুবই সুবিধাজনক হয়েছে৤ 



--------------------------------------------------------------------


বাংলা যুক্তবর্ণ:
ব্যঞ্জনবর্ণে ব্যঞ্জনবর্ণে মিলনকে বলে যুক্তবর্ণ৤ যুক্তধ্বনি যেসকল জায়গায় হয়, সেখানে যুক্তবর্ণ তো হয়ই, অন্যত্রও যুক্তবর্ণ হয়৤ 
যুক্তধ্বনি-- স্ত=স্তর
সাধারণ যুক্তবর্ণ -- দ্দ=খদ্দর৤ 
বাংলায় আছে ৩৯৫টি যুক্তবর্ণ
এর ৫৬টি যুক্তধ্বনি৤

 যুক্তধ্বনি হল অবিভাজ্য  
ধ্বনি-সমবায়৤ ভেঙে লেখা বা ভেঙে উচ্চারণ করা যাবে না৤ এগুলি হল সান্দ্রধ্বনি৤



বাংলায় বিশুদ্ধ যুক্তবর্ণ হয় (১)দুইবর্ণ মিলে(২১১), (২)তিনবর্ণ মিলে(১৬৮) (৩)চারবর্ণ মিলে(১৬)৤ সর্বমোট ২১১+১৬৮+১৬=৩৯৫(তিনশত পঁচানব্বই)৤ চার বর্ণের বেশি বর্ণ মিলে যুক্তবর্ণ বাংলায় নেই৤ অন্য ভাষায় অবশ্য আছে৤ তবে চারবর্ণের মিলন বাস্তবে তিনবর্ণেরই হেরফের৤ এই বাস্তবতাকে সামনে রেখে বাংলা যুক্তবর্ণ গঠনকে সূত্রায়িত 
করা হয়েছে মাত্র দুটি সূত্রে-- 


১৤ দুইবর্ণ মিলে 


 



ক্ত=শক্ত, প্ত=লুপ্ত  


২৤ তিনবর্ণ মিলে













দ দ ব=দ্দ্ব=তদ্দ্বারা
স প ল=স্প্ল=স্প্লাস(splash),   
                  স্প্লিট(split)৤

উচ্চারণে বিভ্রান্তি এড়াবার জন্য একমাত্র ব্যতিক্রম-- ক+ষ=ক্ষ; জ+ঞ=জ্ঞ৤ 
C হল  consonant  ব্যঞ্জনবর্ণ৤

      সবকটি বর্ণই অক্ষত, যথাযথ এবং পূর্ণাঙ্গ হবে, কেবল প্রথম বর্ণটি/বর্ণদুটি আয়তনে ছোটো (২/৩ অংশ) হবে৤ 

এই সূত্রায়নের ফলে বাংলা ইউনিকোড ফন্ট পৌঁছে গেছে অগ্রবর্তী দ্বিতীয় প্রজন্মে৤
অহনলিপি-বাংলা১৪(AhanLipi-Bangla14) ফন্ট  দ্বিতীয় প্রজন্মের বাংলা ইউনিকোড ফন্ট৤ 


=====================================

ইংরেজি যুক্তবর্ণ:
১৤দুটি বর্ণ সমান, ছোটো-- crest, wrist, smart 
২৤দুটি বর্ণ সমান, বড় -- black, glass
৩৤পিছনের বর্ণ বড়-- train, prism
৪৤সামনের বর্ণ বড়-- stop, clean


        ইংরেজি যুক্তবর্ণের বর্ণসমাবেশ চার রকম৤ কিন্তু কোনও বর্ণই আয়তনে ছোটো, বড় করা হয়নি, আয়তন স্বাভাবিক৤ এতে তার উন্নত পূর্ণ এ্যালফাবেটি চরিত্রই প্রকাশিত, তবে যুক্তবর্ণে বর্ণ-সমাবেশ, স্পষ্ট
নীতি-নির্দিষ্ট নয়৤ ধ্বনির হ্রস্বতা/লঘুতা, পূর্ণতা বর্ণের গঠনে প্রদর্শিত হয়নি৤ তেমন আয়োজন নেই৤
       আর ক্যাপিটাল লেটারে সব হরফই সমান মাপের৤

crest, wrist, smart ;  
CREST, WRIST, SMART; 

black, glass
BLACK, GLASS; 

train, prism;
TRAIN, PRISM; 

stop, clean
STOP, CLEAN




নোট:

বাংলায় ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হয় একটুখানি স্বরবর্ণের সহায়তা নিয়ে প্রায় সরাসরিক=ক্‌অ, খ=খ্‌অ, গ=গ্‌অ ইত্যাদি৤ নইলে বস্তুত তা সরাসরিই উচ্চারিত হয়৤ কিন্তু ইংরেজিতে তা হয় না, প্রতিটি ব্যঞ্জনের পৃথক নাম ধরে পড়তে হয়, ধ্বনি ধরে নয়৤ অর্থাৎ প্রতিটি ব্যঞ্জনেরই একটি করে আলাদা নাম আছে৤ যেমন-- B=bi:, C=si:, D=di:, F=ef, G=dʒi:, H=eɪtʃ, J=dʒeɪ, k=keɪ  L=el, M=em, N=en, P=pi:, Q=kju: ইত্যাদি [উল্লেখ অভিধান থেকে Macmillan English Dictionary]৤
       বাংলায় ব্যঞ্জনের আলাদা নামের দরকার নেই, তা ধ্বনি ধরে সরাসরি উচ্চারিত হয়, কারণ
বর্ণের সঙ্গে ‘অ’ ধ্বনি যোজনা তথা 
‘অ’-লিপ্তি (inherence/involvement - অধিষ্ঠান) ব্যাপারটি সদা-প্রযুক্ত৤ যদিও অ-ধ্বনির বাহ্যিক কোনও চিহ্ন প্রদর্শিত নয়৤ বাংলায় স্বরবর্ণ ১১টি, তার ‘আ’ থেকে ‘ঔ’-এই দশটি স্বরবর্ণের বাহ্যিক চিহ্ন থাকলেও, অ-বর্ণধ্বনির কোনও প্রদর্শনযোগ্য বাহ্যিক চিহ্ন নেই৤





--------------------------------------------------
       পাঠকের ঋদ্ধ মতামত প্রার্থনা করি

--------------------------------------------------
যোগাযোগের ইমেল:




       Windows XP-তে যে ভাবে য-ফলা ইত্যাদি লেখা হত Windows7-এ তার ব্যতিক্রম হয়, অন্যভাবে লিখতে হয়৤ সুতরাং এদিকে নজর রাখতে হবে৤


নিবন্ধটির সর্বশেষ পরিমার্জন-- ০২/১২/২০১৭



দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ লিংক:


http://banglaabas.blogspot.in/2016/01/important-links.html









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন